
মাদারীপুর অবৈধ ট্রলির চাকার নিচে পরে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পাঁচখোলা ইউনিয়নের প্রেম বাজার এলাকার এএইচবি ব্রিকসে্ এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, পাঁচখোলার জাজিরা এলাকার প্রেম বাজার নামক স্থানে শহিদ বেপারির ইটভাটায় ট্রলিতে বহন করে মাটি সরবরাহ করে ইমান খাঁ। বৃহস্পতিবার বিকেলে ট্রলির ড্রাইভার সিরাজ মাটি বোঝাই করে ইটভাটায় পৌছায়। ভাটার পাশেই শিশু মুন আক্তার খেলছিল। ট্রলিটি পিছনে যাওয়ার সময় শিশু মুন আক্তারের উপড় পেছনের চাকা উঠে যায়। এতে ঘটনাস্থলেই মুন আক্তারের মৃত্যু হয়। নিহত মুন আক্তার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা এলাকার গোলাম মওলার মেয়ে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ব্রেক ও লুকিং গ্লাস না থাকার কারনেই এ দূর্ঘটনা ঘটেছে। এছাড়াও এসব অবৈধ গাড়িতে সারা রাস্তা ভেঙে চৌচির। স্থানীয়দের দাবি “এসব যানবাহন বন্ধ করা হোক”।
এব্যাপারে কথা বলতে গেলে ইটভাটার মালিক শহিদ বেপারি ও ট্রলির মালিক ইমান খাঁ কে পাওয়া যায়নি।
তবে স্থানীয় প্রভাবশালী মহল ঘটনা ধামাচাপা দিতে ব্যস্ত।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে থানায় মামলা করেছে।