
এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে ক্ষেতের আলু কুড়াতে গিয়ে চাষের গাড়ী হেরোর চাপায় কিবরিয়া নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র প্রামানিকপাড়ায় মঙ্গলবার সকালে আলু ক্ষেতে জগো গুড়িয়ার পুত্র বিমল/বৃষœর চাষের গাড়ী হেরো দিয়ে হাল চাষের সময় মোজাম্মেল হকের ছেলে কিবরিয়া (৭) আলু কুড়াতে যায়।
চালক কাচুর ছেলে নারায়ন হেরো ব্যাক গিয়ার দিলে অলক্ষে শিশু কিবরিয়া গাড়ির নীচে চাপা পরে ঘটনা স্থলেই মারা যায়। এসময় চালক নারায়ন পালিয়ে যায়।
সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার এসআই কাওসার স্বজল, এসআই আনোয়ার, এসআই রাজেকুল সহ পুলিশের একটি টিম ঘটনা স্থলে গিয়ে সুরতহাল লিপিবদ্ধ করে।
পরিবার ও পাড়া প্রতিবেশীদের কোন অভিযোগ না থাকায় ও স্থানীয় ইউপি চেয়ারম্যন এমএ খালেক সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কালীপদ রায়, সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায়, ভোগনগর আ’লীগ সাধারন সম্পাদক মমতাজুল হক সহ উপস্থিতি গন্যমান্য ব্যক্তিদের আবেদনের প্রেক্ষিতে পুলিশ মৃত শিশুটির পরিবারের দিকে মানবিক হয়ে দাফন-কাফনের জন্য পরিবারের কাছে শিশুর লাশ হস্তান্তর করেন।
এসআই কাওসার স্বজল জানায়, চাষের গাড়ী হেরোর চালক নারায়ন পলাতক রয়েছে, পুলিশ হাল চাষের হেরোটি আটক করে থানায় নিয়ে আটক রাখে। এ রিপোট লেখা পযন্ত কোন মামলা হয়নি।