৫ হাজার পিচ ইয়াবাসহ আপন ভাই-বোন গ্রেপ্তার

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১ | আপডেট: ৬:১৭:অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ পাঁচ হাজার পিচ ইয়াবাসহ মাদকব্যবসায়ী আপন ভাই-বোনকে গ্রেপ্তার করেছে। আজ রোববার সকাল সাড়ে নয়টায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজন হলেন- উল্লাপাড়ার এনায়েতপুর আদর্শগ্রাম মহল্লার বাহাদুর প্রামানিকের ছেলে রাশেদ হোসেন ও রাশিদা খাতুন।

ওসি জানান, কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবা নিয়ে এরা পাবনাগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী কোচে উল্লাপাড়ায় এসে নামে। এরা দুজনই চিহ্নিত মাদকব্যবসায়ী। এদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। এদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের এবং আসামি চালান দেওয়ার প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email