
বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা প্রকৌশলী মোঃ মনোয়ারুল ইসলাম মতবিনিময় করেছেন। শনিবার দুপুরে কামীনী রেস্তরার হলরুমে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ সরকার দেশের অবকাঠামো উন্নয়নে ব্যাপক প্রকল্প হাতে নিয়েছে। এই উন্নয়নমূলক কাজের অধিকাংশ বাস্তবায়ন করছে (এলজিইডি) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এই উপজেলায় চলমান উন্নয়ন মূলক কাজ যাতে সচ্ছতার সাথে করতে পারি সে জন্য সাংবাদিকদের সহযোগীতা চাই’।
এসময় চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বর্ননা দিয়ে বক্তব্য রাখেন উপসহকারী প্রকৌশলী অরুন কুমার নাথ, মোঃ কামাল হোসেন, মোঃ ছাইদুর রহমান (জলবায়ু প্রকল্প)।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি শাহজাহান খান, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সভাপতি শাহাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন(যায়যায়দিন), সাবেক সাংগঠনিক মোহাম্মদ আলী, সদস্য সাইফুল রহিম, মোস্তাফিজুর রহমান টুলু, প্রভাষক জিয়াউল হক, সহ সাংগঠনিক রফিকুল ইসলাম, সাংবাদিক রুবেল, আল আমিন, উজ্জল প্রমুখ।