নলছিটিতে মুজিব বর্ষে ডিজিটাল ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মার্চ ১, ২০২১ | আপডেট: ৩:৩৭:অপরাহ্ণ, মার্চ ১, ২০২১

ঝালকাঠির নলছিটিতে মজিব বর্ষ উপলক্ষে ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে রোববার সকালে ঝালকাঠির নলছিটি উপজেলা প্রশাসনের সহায়তায় অনলাইনে রেজিস্ট্রেশন এর মাধ্যমে প্রায় দেড় হাজার মানুষ ৫ কি.মি ডিজিটাল ম্যারাথন দৌড়ে অংশ নেয়। সকাল ৮ টায় নলছিটি চায়না মাঠ থেকে এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে থানা সড়কের ২.৫ কিলোমিটার পথ অতিক্রম করে একই সড়কে ফিরে দীর্ঘ ৫ কিলোমিটার পথ অতিক্রম করে চায়না মাঠে এসে শেষ হয়।
এর আগে নলছিটি চায়না মাঠে বেলুন উড়িয়ে দৌড়ের উদ্বোধন করেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আ’লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, নব নির্বাচিত পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান(মহিলা) মোর্শেদা লস্কর, বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের মেজর মোঃ শাহেদুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) মো.সাখাওয়াত হোসেন, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা খন্দকার মুজিবুর রহমান, কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচ এম আক্তারুজ্জামান বাচ্চুসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email