এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় জি এম নিউজ জি এম নিউজ বাংলার প্রতিচ্ছবি প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৮ | আপডেট: ১০:০৭:পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৮ SHARES স্টাফ রিপোর্টার ॥ পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন প্রাক্রিয়া পরিবীক্ষন কমিটি পুনর্গঠন করা হয়েছে। মন্ত্রীর পদমর্যাদায় পুনর্গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার, পলীø উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সিনিয়র কার্য নির্বাহী সদস্য এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপিকে। প্রতিমন্ত্রীর মর্যাদায় পদাধিকার বলে এ কমিটির অপর দুই সদস্য হলেন, পার্বত্য জনসংহতি সমিতির চেয়ারম্যান জ্যোতিন্দ্র বোধীপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক টাস্কফোর্সের সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিষয়টি নিশ্চিত করে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা জানান, গতকাল রোববার নব গঠিত পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষন কমিটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সূত্র জানায় গত ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কমিটি অনুমোদন দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন প্রাক্রিয়া পরিবীক্ষন কমিটির পূর্ববর্তী চেয়ারম্যান ছিলেন সংসদ উপনেতা বেগম সাজেদা চৌধুরী এমপি। তার অসুস্থতার কারনে এবং পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কার্যক্রমকে গতিশীল করতে কমিটি পুনর্গঠন করা হয়েছে। উল্লেখ্য ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য জনসংহতি সমিতির সঙ্গে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সম্পাদিত ‘পার্বত্য শান্তি চুক্তি’ প্রনয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন জাতীয় সংসদের তৎকালীন চীফ হুইপ আলহাজ্জ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। আরও পড়ুন ঢাকায় বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন ‘সব হাসপাতাল মর্গ খুঁজেছি, আব্বুর লাশ নেই’