বেনাপোল সীমান্তে র্যাবের হাতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক মোঃ আয়ুব হোসেন (পক্ষী) মোঃ আয়ুব হোসেন (পক্ষী) বেনাপোল প্রতিনিধি প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১ | আপডেট: ৯:১১:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১ মোঃ আইয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি: দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল পোস্ট অফিসের সামনে থেকে ১৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ইব্রাহিম হোসেন সুমন(২২)নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে র্যাব সদস্যরা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে বেনাপোল পোস্ট অফিসের সামনে থেকে ১৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সুমন নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী সুমন ভবেরবেড় গ্রামের মোসলেম হাওলাদার এর ছেলে। যশোর র্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন বলেন, উদ্ধার আলামত ও ধৃত আসামী’কে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আরও পড়ুন লতা মঙ্গেশকরের জীবনী বখত বিনত মসজিদ