
জিতু আলম, স্টাফ রিপোর্টারঃ
মাদারীপুর পৌরসভার জমি উদ্ধার করাকে কেন্দ্র করে পৌরসভার চার কর্মচারী আহত হয়েছে। রোববার দুপুরে চরমুগরিয়া এলাকায় এঘটনা ঘটে।
হাসপাতাল ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, চরমুগরিয়া পানির ট্যাঙ্কি সংলগ্ন পৌরসভা মালিকাধীন জমিতে ঘর তুলতে যান চরমুগরিয়া এলাকার আব্দুল আলী হাওলাদার (৫৫)।এঘটনায় পৌরসভার সার্ভেয়ার এনায়েত হাওলাদার (৪০), পিয়ন চামিন্দা, পরিছন্ন কর্মী ওয়াজেদ ও গাড়ি চালক রবিউল উক্ত জমিতে আব্দুল আলী হাওলাদার (৫৫) কে ঘর তুলতে নিষেধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এতে পৌরসভার চার কর্মী আহত হয়। এছাড়াও আহত হয় আব্দুল আলী হাওলাদার । স্বজনরা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তী করান।
আহত এনায়েত হাওলাদার বলেন, পৌর কতৃপক্ষের নির্দেশে আমরা ওই জমিতে যাই। আব্দুল আলীর নির্দেশে সবুজ, সাগরসহ ১০/১৫ জন মিলে লোহার রড়, শাবল নিয়ে আমাদের উপড় হামলা করে আমাদের পিটেয়ে আহত করে।
আব্দুল আলী হাওলাদার বলেন, ওই জমি আমার নামে লীজ নেয়া। তারা আমাকে পিটিয়ে আহত করেছে ।
এব্যাপারে সদর থানার কর্মকর্তা (ওসি) কামরুল মিয়া বলেন, ঘটনা শুনেছি, অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ বলেন, ওই জমি মালিক পৌরসভা, সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হবে।
জিএম/নাজমুল