সাংবাদিক বন্যা ঠাকুরগাঁওয়ে প্রথম নারী মেয়র আবদুস সালাম আবদুস সালাম রিপোর্টার প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১ | আপডেট: ১২:১৭:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১ মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক আঞ্জুমান আরা বেগম বন্যা ঠাকুরগাঁও পৌরসভায় প্রথম নারী মেয়র হয়েছেন ।এ পৌরসভার ১২তম মেয়র তিনি । পৌর নির্বাচনে চতুর্থ ধাপে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ২৬ হাজার ৫০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরিফুল ইসলাম শরিফ ভোট পেয়েছেন ৫ হাজার ৩৩৩। আঞ্জুমান আরা বেগম বন্যা দৈনিক আমাদের সময় পত্রিকার জন্মলগ্ন থেকে জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বন্যার সাফল্যে স্থানীয় সংবাদকর্মীরা গর্ববোধ করছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা জিলহাস উদ্দিন রোববার সন্ধ্যায় বেসরকারিভাবে আঞ্জুমান আরা বেগম বন্যার বিজয়ের বিষয়টি নিশ্চিত করেন। পৌরসভার ২১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনসহ তিনজন মেয়র প্রার্থী এবং ৫৬ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৬০ হাজার ৭২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৯ হাজার ৭১২ জন ও নারী ভোটার ৩১ হাজার ১৫ জন। আরও পড়ুন বর্তমান সরকারের আমলে দেশে দৃশ্যমান উন্নয়ন হয়েছে : এমপি টিপু বিএনপি নেতা, সাবেক মেয়র আহসান হাবিব কামালের ইন্তেকাল