গাজীপুরে গলাকাটা লাশ উদ্ধার

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১ | আপডেট: ৪:০৮:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের ন্যাশনাল পার্ক এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে পথচারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে মেট্রো সদর থানার এসআই তুহিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর লাশটি মহাসড়কের পাশে ফেলে গেছে। এঘটনায় এখন পর্যন্ত লাশটির নাম-পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

Print Friendly, PDF & Email