প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১ | আপডেট: ৫:৫৫:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১
এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জের মাধবের ঘাট এলাকার বিদ্যালয়, স্বশানঘাট, মন্দির ভাংগনের ফলে নদী গর্ভে বিলিনির পথে, ভাঙ্গন রোধে স্থানীয় এমপি আশু হস্থক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এর নির্বাচনী এলাকা বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সেনগ্রামের মাধবেরঘাটের জনসাধারন ৯ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে এক লিখিতো আবেদনে জানায়, প্রতি বছর বর্ষা মৌসুমে আত্রাই নদীর পশ্চিম পার্শে পাড় ভাঙ্গনের ফলে সেনগ্রাম হতে কাহারোল উপজেলার সুন্দরপুর এলাকার প্রাথমিক বিদ্যালয়, মুর্শিদপুর সরকারী সেগুন বাগান কালী মন্দির, হারিবাসর মন্দির ও জনগনের বসতবাড়ী হুমকির মুখে রয়েছে।
এলাকার বীর মুক্তিযোদ্ধা ক্ষেত্র মোহন রায়, খাইরুল ইসলাম শাহ, সাবেক ইউপি সদস্য আজিজার রহমান, গপেশ চন্দ্র রায়, সুবাস চন্দ্র রায়, ভুপেন্দ্র নাথ রায়, কৃষœ কান্ত রায় বলেন, ভাঙ্গন রোধে আমরা স্থানীয় সংসদ সদস্যর সু দৃষ্টি কামনা করছি।