ঝালকাঠিতে কোভিড-১৯’র টিকাদান কর্মসূচি উদ্বোধন

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১ | আপডেট: ৩:২৩:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১

ঝালকাঠিতে কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য এবং শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অমির হোসেন আমু ভার্চুয়ালি যুক্ত থেকে রোববার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন।
প্রথমে টিকা নেন ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী। এরপর অন্যদের টিকা দেয়া হয়। জেলায় প্রথম পর্যায়ে মোট ১২ হাজার টিকা দেয়া হবে। তবে গতকাল(শনিবার) পর্যন্ত ৭৪৫ জনে নিবন্ধিত হয়েছেন। জেলায় মোট ৯টি কেন্দ্রেটিকা দেয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো.জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, সিভিল সার্জন রতন কুমার ঢালি, জেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা চেয়ারম্যান খান অরিফুর রহমান সহ বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email