দেখা মিলল সমুদ্র দেবতা’র! জি এম নিউজ জি এম নিউজ বাংলার প্রতিচ্ছবি প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১ | আপডেট: ১০:০৬:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১ গ্রিক পুরাণের দেবতাদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। দেব-দেবীদের মায়াবী অবয়ব ও রোমাঞ্চকর গল্প সবাইকে বিমোহিত করে। গ্রিক দেবতা বললে জিউসসহ অনেকেরই নাম আসে। তবে গ্রিক পুরাণে ‘সমুদ্র দেবতা’ও ছিলেন একজন। এবার সেই সমুদ্র দেবতার দেখা মিলল ফ্রান্সে। ফ্রান্সের উপকূলে ‘জাস্টিন’ ঝড় আঘাত হানলে রহস্যজনক পরিস্থিতি সৃষ্টি হয়। বিশাল ঢেউ সমুদ্রের প্রাচীরে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই গ্রিক সমুদ্র দেবতা (পোসাইডন)-এর প্রতিচ্ছবি দেখা যায়। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশ হয়েছে। প্রকাশিত বেশ কটি ছবিতে দেখা গেছে, ‘জাস্টিন’ ঝড়ে ৩০ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হয়। আলোকচিত্রকর ম্যাথিউ রিভরিনের ক্যামেরায় অবিশ্বাস্য মুহুর্তটি ব্রিটেনির লেসকোনিলের কাছে ধরা পড়ে। তিনি বলেন, ‘সমুদ্রের গ্রিক দেবতার চেহারা দেখে হতবাক হয়ে গিয়েছিলাম।’ আরও পড়ুন বার্ডস আই এর সামারের টি শার্ট ১০০টি পিঠা তৈরির রেসিপি জেনে নিন