মাদারীপুরে ব্যবসায়ীর দোকানে দূর্ধর্ষ চুরি

নাজমুল হক নাজমুল হক

ব্যাবস্থাপনা সম্পাদক

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১ | আপডেট: ১:৫৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১

মাদারীপুর প্র‌তি‌নি‌ধি:

মাদারীপুর ‌পৌর শহ‌রের শহিদ বাচ্চু সড়কের তরমুগুরিয়া এলাকায় এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনা ঘটেছে। এসময় ব্যবসায়ীর নগদ টাকাসহ প্রায় দশ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। বুধবার ভোর রাতে এঘটনা ঘটে।
ভূক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তরমুগুরিয়া (বালুঘাট) এলাকায় মো. মজিবুর রহমানের এম.আর ব্যাটারি এন্ড পার্টসের দোকান রয়েছে। গতকাল রাত ৯টার সময় মজিবুর রহমান তার দোকান বন্ধ করে পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ এলাকায় তার নিজ বাড়িতে ঘুমাতে যান। বুধবার সকাল ৬টায় তিনি ফোনে জানতে পাড়েন তার দোকানের ১৩ টি তালা কেটে ১০৫ পিছ আটোরিক্সা, ভ্যানের ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। পরে সকালে চুরির ঘটনার খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপা‌রে ব্যবসায়ী মজিবুর রহমান বলেন,
মেইন রাস্তায় আমার দোকান, কেচিগেট ও শাটারে ১৩টা তালা মারা ছিলো। নগদ টাকা ও ব্যাটারিসহ মোট দশ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে আমার।
পাশের ব্যবসায়ী এনামুল হক ও শাজাহান শেখ বলেন, ভোর ৪টা থেকে ৫ টার মধ্যে চুরির ঘটনা ঘটতে পাড়ে, ওই সময় আমরা শাটার তোলার শব্দ পেয়েছি।
এ রিপোর্ট লেখা প্রর্যন্ত ঘটনাস্থলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বিভিন্ন টিম নিয়ে কাজ করছেন।
এব্যাপা‌রে অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (এড‌মিন এবং অপরাধ) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পু‌লিশ অনুসন্ধান করছে। কে বা কারা ঘটনা ঘটাতে পারে, সে ব্যাপারে পু‌লিশ তৎপর রয়েছে।

জিএম/নাজমুল

Print Friendly, PDF & Email