নেত্রকোনার দুর্গাপুরে পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১ | আপডেট: ৪:০১:অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

ইকবাল হাসান নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার জেলার দুর্গাপুর উপজেলা তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার (৩০ জানুয়ারী) সকাল থেকে শীতের কারণে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে।

প্রতিটি কেন্দ্রে পুলিশ, বিজিবি, র‍্যাবসহ যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী থাকায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

দুর্গাপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র কোন প্রার্থী না থাকায় দলীয় প্রতীকে মেয়র পদে চারজন, সাধারন কাউন্সিলর পদে ৩৬ জন এবং মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন করছেন।

পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯ হাজার ৬৬৪, এবং মহিলা ভোটার ১০ হাজার ৩৫৫।

Print Friendly, PDF & Email