
পরিবেশ অধিদফতরসহ প্রয়োজনীয় কাগজপত্র ঠিক না থাকায় অবৈধ সীসা তৈরির কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেক্সোনা খাতুন।
শুক্রবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ এলাকায় মোঃ ফারুক সরদারের অবৈধ সীসা তৈরি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।এ সময় কারখানার মালিক মোঃ ফারুক সরদার কারখানা স্থাপনের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র কিছুই দেখাতে পারেননি।পরে অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট রেক্সোনা খাতুন তাকে এক লক্ষ টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট রেক্সোনা খাতুন বলেন, অবৈধ সীসা কারখানাটিতে পুরাতন ব্যাটারি কিনে তার মধ্যে থেকে সীসা বের করে তা গলিয়ে বড় বলের মত এক একটা পাটা তৈরি করা হচ্ছে যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এ সকল অপরাধের কারণে তাকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা আদায় করা হয়।
জিএম/নাজমুল