বরিশালে ঢাকাগামী লঞ্চ শ্রমিকদের কর্ম বিরতী, পল্টুন ফাকা জি এম নিউজ জি এম নিউজ বাংলার প্রতিচ্ছবি প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১ | আপডেট: ৭:৩৩:অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১ জিএম নিউজ অনলাইন ডেস্ক: বরিশাল জেলার হিজলার মেঘনার মিয়ার চরে ঘন কুয়াসায় নিজাম শিপিং কোং’এর এ্যাডভেঞ্চার-১ ও এ্যাডভেঞ্চার-৯ সংঘর্ষের ঘটনায় মেরিন কোর্টে চলমান মামলায় দুই লঞ্চের মাস্টার জামাল হোসেন ও মাস্টার রুহুল আমিনের জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন মেরিন কোর্ট বিচারক। সোমবার (২৫ জানুয়ারী) সকালে নিয়মিত মামলায় মেরিনকোর্ট আদালতে হাজির হলে আদালত তাদের জামিন বাতিল করে। এই সংবাদ বরিশালে পৌঁছালে বরিশাল আধুনিক নৌ-বন্দরের পল্টুনে নোঙ্গর করা ঢাকাগামী প্রায় ৭ থেকে ৮টি লঞ্চের শ্রমিকরা জামিন বাতিল বাতিল করা লঞ্চ মাস্টারদের জামিন মঞ্জুর না করা পর্যন্ত তারা কর্ম বিরতীর ডাক দিয়েছে। দুপুর ২টার দিকে বরিশাল নৌ-বন্দরের বাঁধা লঞ্চগুলো একে এক পল্টুন ত্যাগ করে বরিশাল সদর উপজেলার কির্তনখোলা নদীর অপর প্রান্তের চরকাউয়া নামক স্থানে নোঙ্গর করে রেখেছে। বরিশাল নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি মাস্টার আবুল হাসেম বলেন, গত বছরে মেঘনার মিয়ার চরে ঘন কুয়াসায় রাত আনুমানিক ১টার দিকে একই প্রতিষ্ঠানের দুটি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে এতে দুটি লঞ্চের কোন যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি। এঘটনায় দুই লঞ্চের মাস্টারসহ চারজনের সার্টিফিকেট সনদ চার মাসের জন্য জব্দ করে। পরবর্তীতে সরকার বাদী হয়ে মেরিন কোর্ট আদালতে মামলা দায়ের করা হয়। এব্যাপারে কয়েকটি লঞ্চের স্টাপরা বলেন, তারা চান না কর্ম বিরতী ডেকে সাধারন যাত্রীদের ভোগান্তি দিতে তারপরও বাধ্য হয়ে সরকারী কিছু কর্মকর্তার এমন সিদ্ধান্তের কারনে তারা এই কর্ম বিরতীতে যেতে বাধ্য হয়েছে।’ আরও পড়ুন মাদারীপুরে জমি নিয়ে দ্বন্দ্ব, হাতুরি পেটায় যুবক আহত ব্রিটিশ নৃশংসতার সাক্ষী কুলকাঠির হত্যাযজ্ঞ