বরিশালে ধারালো অস্ত্রসহ ৪ সদস্য ধরা

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১ | আপডেট: ৭:৩০:অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১

জিএম নিউজ অনলাইন ডেস্ক:

বরিশাল নগরীতে ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাং এর ৪ সদস্যকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

আজ সোমবার বরিশাল নগরীর ২৪নং ওয়ার্ডে দপদপিয়া সেতুর নিচে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ চক্র দেখতে পেয়ে এলাকাবাসী ধাওয়া দিলে রাতুল, যুবায়ের, জিহাদ, শাহিন এই ৪ জন বাদে বাকিরা পালিয়ে যায়। এসময় সকলের কাছে রান্দা, চাপাতি, ও এসএস পাইপসহ দেশীয় অস্ত্র ছিল বলে জানান এলাকাবাসী।

ওই এলাকার মোজাম্মেল বলেন, চারজনকে আটক করি এবং তাদের কাছে ধারালো অস্ত্র থাকায় কোতোয়ালি থানায় খবর দিয়েছি।

খবর পেয়ে ঘটনাস্থলে কোতোয়ালি মডেল থানার এস আই রিয়াজ উদ্দিন গিয়ে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি এখন আমি আমার সিনিয়রদের জানাবো তারা যেমন বলবে আমি সেই মোতাবেক ব্যবস্থা নেবে।’

Print Friendly, PDF & Email