তারেক রহমানের সাথে বরিশাল বিএনপির ভার্চুয়ালে আলোচনা সভা

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১ | আপডেট: ৭:৪২:অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১

স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপি, বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত পৃথক ভাবে তিনটি স্থানে ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে বিএনপি কেন্দ্রীয় ভাইচ চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলোচনা সভায় অংশ গ্রহণ করে।

এসময় বরিশাল নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, আব্বাস উদ্দিন বাবলু, রফিকুল ইসলাম, ফিরোজ আহমেদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর হোসেন, যুগ্ম সম্পাদক আনয়ারুল হক তারিন, মহানগর শ্রমিক দল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ খান, কেন্দ্রীয় শ্রমিকদল নেতা জিএম ফারুকসহ মহিলাদল, যুবদল ও বিভিন্ন অঙ্গ সংগনের নেতৃবৃন্দ।

এছাড়া বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি নগরীর আমানতগঞ্জ জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদূর হক চাঁনের বাসভবনে দলীয় নেতাকর্মীরা ভাইচ চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে আলোচনা সভা মতবিনিময় করেন।

Print Friendly, PDF & Email