ফসলি জমি থেকে মাটি কাটায় দুই ইটভাটা মালিককে জরিমানা

নাজমুল হক নাজমুল হক

ব্যাবস্থাপনা সম্পাদক

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১ | আপডেট: ৮:৩৯:অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় ব্যবহার করায় দুই ইটভাটা মালিককে তিন লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১১ জানুয়ারী) বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার পাঁচখোলা গ্রামের খান ব্রিকস্ ও এআরজি ব্রিকসে্ ভ্রাম্যমান আদালতের বিচারক আবু জাহের এই অর্থ প্রদান করেন।

সংস্লিষ্ট সুত্রে জানা যায, মাদারীপুর জেলার বিভিন্ন ইটভাটায় দীর্ঘ দিন ধরে ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় ব্যবহার করছে। এতে করে কমে যাচ্ছে ফসলি জমি। ইটভাটা নিয়ন্ত্রন আইন মোতাবেক ফসলি জমি থেকে মাটি কাটা নিষিদ্ধ। নিষেদ্ধাজ্ঞা অমান্য করায় এআরজি ব্রিকসে্ এক লক্ষ ও খান ব্রিকসে্ দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও আগামীতে ফসলি জমি থেকে মাটি না কাটার জন্য ভাটা মালিকদের সতর্ক করে দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাহের বলেন, দীর্ঘ দিন ধরে ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় ব্যবহার করছে। এতে করে কমে যাচ্ছে ফসলি জমি। ইটভাটা নিয়ন্ত্রন আইন মোতাবেক ফসলি জমি থেকে মাটি কাটা নিষিদ্ধ।তাই তাদের জরিমানা ও সতর্ক করা হয়েছে।

Print Friendly, PDF & Email