বীরগঞ্জের গাঁজা ব্যাবসায়ী কাহারোলে গ্রেফতার রংপুর ব্যুরো প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১ | আপডেট: ৩:৫৭:অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১ এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের কাহারোল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলী ও তদন্ত ওসি বিশ্বনাথ দাশ গুপ্ত এর নির্দ্দেশে ৩ জানুয়ারী সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল এলাকায় পুলিশি বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ বিক্রেতাকে গ্রফতার করে। গাঁজা ব্যাবসায়ী রিয়াজ বীরগঞ্জ পৌর শহরের উত্তর সুজালপুর গোরস্থান পাড়া এলাকার আজিজুল ইসলামের পুত্র। কাহারোল থানা পুলিশ রিয়াজকে আদালতে প্রেরন করেছে। কাহারোল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলী জানায় তার বিরুদ্ধে বীরগঞ্জ থানা ৪/৫ টি সহ আসে পাশের থানায় ফেনসিডিল, গাজা সহ মাদকের বেশ কয়েকটি মামলা রয়েরছ। আরও পড়ুন মহিপুরে ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ পড়াশোনার খরচ চালাতে দেহ ব্যবসায় ঝুঁকছেন শিক্ষার্থীরা!