
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর ব্রীজ এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ব্যাবসাীয়র মৃত্যু হয়েছে। ৩১ ডিশেম্বর সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে রাস্তা পারাপারের সময় ঘটনাটি ঘটে। নিহত বাসুদেব মুখার্জি (৭২) রহমতপুর বাজারের বিশিষ্ট্য মুদি ব্যবসায়ী ও পশ্চিম রহমতপুরের বাসিন্দা। সড়ক দূর্ঘটনার পরে বিক্ষুব্দ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করে।
এয়ারপোর্ট থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থতি শান্ত হলে যান চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, বাসুদেব মুখার্জি রহমতপুর বাজারের নিজ ব্যবসায় প্রতিষ্ঠানের উদ্দিশ্যে রাস্তা পার হতে গেলে বরশিালগামী অজ্ঞাত একটি ট্রাক চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম বলেন, ঘাতক ট্রাক ও চালকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশ আটকের চেষ্টা চালাচ্ছে।