
এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরে ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় অসহায়-দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে আমার চ্যানেল আই দর্শক ফোরাম।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ভাদুয়ারিহাটে বুধবার বিকালে আশ্রয়ণ সমবায় সংঘের আয়োজনে ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় অসহায়-দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে আমার চ্যানেল আই দর্শক ফোরাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট জুলফিকার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের সম্পাদক ও চ্যানেল আই’য়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী, আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের যুগ্ম- সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম মিনার, আশ্রয়ণ সমবায় সংঘের সভাপতি জিহাদ-উল-গণি সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা, চ্যানেল আইয়ের স্টাফ ক্যামেরা পার্সন আরমান হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অসহায়-দরিদ্র শীতার্তদের মাঝে দুইশত পিস শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।