এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জেলা জাতীয় পার্টির আয়োজিত উঠান বৈঠক ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের ঘাসিপাড়া ঈদগা মাঠ প্রাঙ্গনে সভায় স্থানীয় মুরুব্বীর হাসানের সভাপতিত্বে বৃহস্পতিবার বক্তব্য রাখেন দিনাজপুরের কৃতি সন্তান, সমাজ সেবক, সকলের পরিচিত মুখ মেয়র প্রার্থী আহম্মেদ শফি রুবেল, সারওয়ার জাহান নবাবের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাহমুদুল হক, রেজা ভাবি, জেলা জাপার সভাপতি মীর তৌহিদুল ইসলাম স্বপন, জাপা নেতা আনিসুজ্জামান মিলন, আখতারুজ্জামান তুহিন, মমতেয়াজ সকল শ্রেণীপেশার মানুষ, সুশীল সমাজসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় ৩নং ওয়ার্ডের উপস্থিত এলাকাবাসীসহ, যোগ্য ও মেধাবী মেয়র প্রার্থী রুবেলকে এলাকার উন্নয়নের স্বার্থে নির্বাচিত করতে চায়। একজন ন্যায়পরায়ণ, ধার্মিক, যোগ্য এই নেতাকে নির্বাচিত করে পৌরবাসীর উন্নয়নের রোল মডেল হিসেবে দেখতে চায়। এসময় মেয়র প্রার্থী আহম্মেদ শফি রুবেল তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, যদি পৌরবাসী আমাকে নির্বাচন করতে সাহস যোগায় তাহলে আমি জয়যুক্ত হলে প্রথমেই চিকিৎসা সেবার জন্য একটি ফ্রি এম্বুলেন্স,রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, যানজট নিরসন করে পৌরবাসীকে একটি ডিজিটাল পৌরসভা উপহার দেবো।
উক্ত উঠান বৈঠকও নির্বাচনী সভায় ২০০ শতাধিক লোকের জনসমাগম লক্ষ্য করা যায় এবং সকলে একাগ্রতা প্রকাশ করে নির্বাচনী প্রচারণায় জোর আওয়াজ তুলে বলেন, আমরা সকলেই আগামি ১৬ জানুয়ারি নির্বাচনে তাকে পৌর পিতা হিসেবে তাকে পেতে চাই। পাশাপাশি তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
