
ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদ এলাকায় হতদরিদ্র দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সুগন্ধা ডেভেলপমেন্ট সোসাইটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নলছিটি উপজেলার আমিরাবাদ বাজার এলাকায় হতদরিদ্রদের হাতে শীতবস্ত্র তুলে দেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
এ সময় অন্যান্যর মধ্যে ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এনামুল হক শাহীন, মগড় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আহসান কবির জনি, সাংবাদিক মানিক রায়, আল-আমিন তালুকদারসহ সুগন্ধা ডেভেলপমেন্ট সোসাইটি’র সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্যোক্তারা জানান, মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে এমন কাজ আমরা সব সময় করার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও আমরা বিভিন্ন এলাকার শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক লোক উপস্থিত ছিলেন।