মাদারীপুরে বড় দিন উপলক্ষে মতবিনিময় সভা

নাজমুল হক নাজমুল হক

ব্যাবস্থাপনা সম্পাদক

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০ | আপডেট: ৯:২৫:অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০

মাদারীপুরে খ্রিষ্টান সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিন উপলক্ষে বড় দিন উদযাপন পরিষদের সদস্যদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের সভাপতিত্বে, পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার
চাইলাউ মারমা (ডিএসবি),মনিরুজ্জামান ফকির পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর),সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম মিঞা, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ সাদিক, ডাসার থানার আব্দুল ওহাব। এছাড়াও উপস্থিত ছিলেন
মাদারীপুর জেলার গির্জা কমিটির নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মাহাবুব হাসান বলেন , জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি গির্জায় ও উক্ত এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এছাড়া গির্জা কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন স্বাস্থ্যবিধি মেনে সকলে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।

Print Friendly, PDF & Email