
বিনোদন ডেস্কঃ ঢাকাই সিনেমার শীর্ষ নৃত্যপরিচালক সজীব মাহমুদ মাইকেল বাবু।মানিকজোড় হিসেবে পরিচিত রতন-বাবু। এই যৌথ নৃত্য পরিচালক কাজ করেছেন বহু সিনেমায়। আগের নায়ক নায়িকা থেকে শুরু করে বর্তমান প্রজন্মের সমসাময়িক সকল নায়ক নায়িকাদের নাচিয়েছেন তারা।
সম্প্রতি এই যৌথ নৃত্য পরিচালক নির্মাণ করতে যাচ্ছেন একটি বিগ বাজেটের মিউজিক ভিডিও।গানের অডিও অংশের কন্ঠ নেয়া হয়েছে।’আমি তোমার বাবু তুমি আমার বেবি’ শিরোনামের গানটিতে কন্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও বেলী আফরোজ। গানটির সুর ও কথা লিখেছেন সুদীপ কুমার দ্বীপ।
গানের প্রসঙ্গে মাইকেল বাবু রতন জানান,এটি একটি বিগ বাজেটের গান। বছরের শেষ এর দিকে প্রায় ১০০/১৫০ নৃত্যশিল্পী নিয়ে এফডিসিতে বিশাল সেট করে এই মিউজিক ভিডিওর শুটিং করব।
তিনি আরো বলেন,গানটিতে চমক থাকছে ছেলে মডেল।আমরা ঠিক করেছি ঢাকাই সিনেমার একজন প্রথম সারির একজন নায়ককে আমরা বেছে নেব।এবং মেয়ে মডেল থাকবে নতুন।এই গানটি নিয়ে আমরা সবাই আশাবাদী। আশা করছি সবারই ভালো লাগবে এবং দারুণ কিছু একটা হবে।
মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছেন এসএইচ ভিশন এবং আগামী ভালোবাসা দিবসে গানটি এসএইচ ভিশন ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান।