ময়মনসিংহের ত্রিশালে মহান বিজয় দিবস উদযাপিত

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০ | আপডেট: ১২:৪১:অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০

এনামুল হক,ময়মনসিংহ:- ত্রিশালে নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।বুধবার(১৬ ডিসেম্বর) সূর্যেোদয়ের সঙ্গে-সঙ্গে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে ত্রিশাল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ রুহুল আমীন মাদানী এমপি।
এসময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, উপজেলা নির্বাহী অফিসার   মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান  হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান  রুমা খানম, এসি ল্যান্ড তরিকুল ইসলাম তুষার ও অফিসার ইনচার্জ  মাহমুদুল হাসান সহ ত্রিশাল উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email