আমাদের বুদ্ধিবৃত্তিকভাবে নিঃস্ব করতে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করেছিল পাকিস্তানীরা
জি এম নিউজ জি এম নিউজ
নিউজ এডিটর

আমিনুল হক শাহীন : জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে শত প্রদীপ প্রজ্বলন করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখা।
এসময় উপস্থিত ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় সহ সভাপতি ও পরিষদের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক, সহ সভাপতি প্রকৌশলী আবদুল খালেক, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়, আইডিইবির চট্টগ্রাম জেলা শাখার অর্থ সম্পাদক প্রকৌশলী এস এম সেলিম, পরিষদের অর্থ সম্পাদক প্রকৌশলী শুভাশীষ দাশ শুভ, সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী এস এম
মাহফুজুর রহমান, জাফর ইকবাল জনি, হারুনুর রশিদ নোবেল, রবিউল হোসেন রাসেল, শুভ্র চৌধুরী, প্রকৌশলী মনি চৌধুরী, মোঃ রনি, তানভীর হাসান, স্বাধীন, বাবলু। এসময় বক্তারা বলেন, অদূর ভবিষ্যতের স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার অভিপ্রায়ে। আমাদের বুদ্ধিবৃত্তিকভাবে নিঃস্ব করতে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করেছিল পাকিস্তানীরা।
দীর্ঘ অপেক্ষার পর বুদ্ধিজীবী হত্যায় জড়িত কয়েকজন শীর্ষ অপরাধীর বিচার ও শাস্তি কার্যকর হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশ বেরিয়ে আসতে পেরেছে। এটি জাতির জন্য স্বস্তিকর।