দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে জি এম নিউজ জি এম নিউজ নিউজ এডিটর প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০ | আপডেট: ১২:৪১:পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০ দেশে অ’স্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থে’কে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে আ’রও জানানো হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌ’সুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বি’স্তৃত রয়েছে। দেশে আজ রাতের তা’পমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আগামীকাল রোববার (১৩ ডিসেম্বর) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। বিদ্যমান আ’বহাওয়া আগামী সোমবার ও মঙ্গলবার পর্যন্ত একইরকম থাকতে পারে। তা’র পরের পাঁচদিনে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জা’নিয়েছে আবহাওয়া অফিস। আরও পড়ুন আউশ ধান চাষে ব্যস্ত কৃষকরা। ধানের দাম ভালো থাকায় আবাদে ঝুঁকছে কৃষকরা। বরগুনার আমতলী সরকারী কলেজে অধ্যক্ষ নেই। ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছে কার্যক্রম। শিক্ষক সংঙ্কটে পাঠদান ব্যহত।