বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নলছিটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০ | আপডেট: ৭:০০:অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নলছিটিতে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলায় কর্মরত সকল স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শনিবার (১২ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মিসেস মোর্শেদা লস্কর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোন্দকার মুজিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার আজিম, পুরান বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন চৌধুরী।
সমাবেশে বক্তারা বলেন, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না তাকে নিয়ে একদল কুচক্রী ও ধর্মান্ধ মহল যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা কোন দিনই সফল হবে না। তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন।

Print Friendly, PDF & Email