নলছিটিতে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ শাহাদাত হোসেন মনু মোঃ শাহাদাত হোসেন মনু
সিনিয়র সাংবাদিক

“যদিও মানছি দুরত্ব, তবুও আছি সংযুক্ত”- প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান। সহকারী প্রোগ্রামার অফিসার রাজিয়া খানমের সভাপতিত্বে বশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) মিসেস মোর্শেদা লস্কর।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারনে আমরা এখন ঘরে বসেই গুরুত্বপ‚র্ণ কাজগুলো করতে পারছি। যার কারনে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে। আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতিহারের মধ্যে ডিজিটাল বাংলাদেশও ছিলো। তিনি আরও বলেন ডিজিটাল বাংলাদেশ নির্মানে মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে বড় ভ‚মিকা রেখেছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল “যদিও মানছি দুরত্ব, তবুও আছি সংযুক্ত”। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন।