বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ
মোঃ শাহাদাত হোসেন মনু মোঃ শাহাদাত হোসেন মনু
সিনিয়র সাংবাদিক

“জাতির পিতার সম্মান রাখব আমরা অ¤øান” শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝালকাঠিতে প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ, জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার ধৃষ্টতা দেখিয়েছে তাদেরকে সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে। জাতির পিতার প্রশ্নে কোনো আপোষ নেই। জাতির পিতার সম্মান রক্ষায় সকলকে একসঙ্গে কাজ করতে হবে। প্রতিবাদ সমাবেশে জেলার সকল করকারি কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।