চাঁদপাশায় আউয়াল শামসুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটি এর উদ্যোগে কম্বল বিতরণ

আরিফ হোসেন আরিফ হোসেন

বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০ | আপডেট: ৫:৩৭:অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০

বাবুগঞ্জ প্রতিনিধিঃ মুজিব শতবর্ষ উপলক্ষে আউয়াল শামসুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে সোসাইটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ীর আয়োজনে বাবুগঞ্জ চাঁদপাশা ইউনিয়নে শীত বস্ত্র’কম্বল’ বিতরণ করা হয়েছে।
সোসাইটির প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ হারুন অর রশিদ বিশ্বাস এর সার্বিক সহায়তায় শুক্রবার সকালে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ভবানীপুর গ্রামে ইউপি সদস্য জুয়েল মোল্লার পরিচালনায় আউয়াল শামসুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটি এর চেয়ারম্যান ও কাজীর চর ইউপি চেয়ারম্যান মোঃ মন্টু বিস্বাস এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, আবদুল মতিন রাঢ়ী ,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, শিল্পপতি শহিদুল ইসলাম কাজল, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল করিম হাওলাদার, আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, আউয়াল শামসুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক কবির হোসেন হাওলাদার, চাঁদপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল তালুকদার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম রেজা, ছাএলীগ নেতা জহিরুল ইসলাম মুরাদ প্রমূখ।

Print Friendly, PDF & Email