ঝালকাঠিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ ডিসেম্বর

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০ | আপডেট: ৫:৪৭:অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০

ঝালকাঠিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে ১২ ডিসেম্বর, চলবে ২৪ জানুয়ারী পর্যন্ত। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর)বেলা ১১ টায় ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে প্রেস কনফারেন্সে এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: মো: আবুয়াল হাসান।
কনফারেন্সে বলা হয়, হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পেইন চলাকালে জেলায় ৯ মাস থেকে ১০ বছরের নিচের প্রায় ১ লাখ ৪৭ হাজার শিশুকে ১ ডোজ এমআর টিকা দেওয়া হবে। চলমান করোনা মহামারি বিবেচনা করে দেশে বিদ্যমান শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা, হাঁচি-কাশির শিষ্টাচার পালন ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়া ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষামূলক নিয়মাবলি যথাযথ প্রতিপালন সাপেক্ষে ক্যাম্পেইনটি পরিচালিত হবে।
ক্যাম্পেইন ৩ সপ্তাহের পরিবর্তে ৬ সপ্তাহব্যাপি পরিচালিত হবে। এবার শিক্ষা প্রতিষ্ঠানে না এবং কমিউনিটি টিকাদান কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। তবে টিকাদানকারী শেষ টিকা দেয়ার পর আরও একঘন্টা পর্যন্ত অবশ্যই কেন্দ্রে অপেক্ষা করবে।
টিকাদান কর্মসূচি (ইপিআই) ১৯৭৯ সাল থেকে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের হার কমিয়ে আনার লক্ষ্যে টিকাদান কর্মসূচির মুল উদ্দেশ্য ।

Print Friendly, PDF & Email