মাদারীপুরে মামলার প্রতিবাদে মানববন্ধন

নাজমুল হক নাজমুল হক

ব্যাবস্থাপনা সম্পাদক

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০ | আপডেট: ১১:৫২:অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ মিঠু হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রলীগ ও এলাকাবাসী।

জেলা ছাত্রলীগের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয় কয়েক শতাধিক নেতা কর্মী ও সাধারণ জনগণ।

এসময় জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক
প্রশাসনের কাছে তদন্তপূর্বক এই ঘটনার সুষ্ঠু সমাধান দাবী করেন। এছাড়াও নেতা কর্মীরা দাবী করেন ” ষড়যন্ত্র করে একটা মহল মিঠু হাওলাদারকে ফাঁসিয়েছে”।
মিঠুর পরিবারের দাবী, মামলার বাদী একজন খারাপ মেয়ে। এলাকার কিছু লোকদের উস্কানিতে মিঠুর নামে মিথ্যা মামলা দিয়েছে।

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বলেন, মামলা তদন্ত চলছে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা ছাত্রলীগ’র সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার,সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিলন, পৌর ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম সাদ্দাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল হক পাপ্পু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফসহ আরো অনেকেই।

উল্লেখ্যঃ গত ২৭ নভেম্বর রাস্তি এলাকায় গৃহবধূর অস্ত্রের মুখে হাত-পাঁ বেঁধে ধর্ষণের চেষ্টার ঘটনায় ১ নভেম্বর মাদারীপুর সদর মডেল থানায় ফয়সাল আহমেদ মিঠু হাওলাদার কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন গৃহবধূ।

Print Friendly, PDF & Email