ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার বরিশালে

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০ | আপডেট: ৩:৪৪:অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০

বরিশাল উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, আজ সকালে নিহতের বাড়ি সংলগ্ন এলাকার একটি জাম গাছের সাথে এক নারীর মরদেহ ঝুলতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

ঝর্ণা বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম মশাং গ্রামের প্রয়াত বিশ্বনাথ মল্লিকের স্ত্রী ছিলেন। তার দুই মেয়ে বিবাহিত এবং এক ছেলে কলেজে পড়ে। এর আগে ঝর্ণা বেগম গত সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন।

বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম মশাং গ্রামে নিখোঁজের ২ দিন পর ঝর্না রানী মল্লিক (৪৫) নামে এক বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠায়।

তার শরীরের বিভিন্ন স্থানে কালো দাগের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করে গাছে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে তা নিশ্চিত নয় পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান ওসি।

Print Friendly, PDF & Email