
‘হঠাৎ করেই দুপুরের পর থেকে এত ফোন আর মেসেজ আসা শুরু হয়েছে যে নিজেও বিভ্রান্ত হয়ে গেলাম। তখন আমি ব্যস্ত ছিলাম বিশ্বসুন্দরী সিনেমার প্রমোশন ও অন্যান্য কাজ নিয়া। কিন্তু হঠাৎই দেখি সবাই ফোন আর মেসেজ দেওয়া শুরু করেছেন আমার কাছে। এত ব্যস্ততার কারণে ফোন আর মেসেজে রেসপন্স করছিলাম না আমি। প্রথম অবস্থায় নিজেও বুঝতেই পারিনি হুট করে সবার এত ফোন আর মেসেজ কেন কি হল? এটা বুঝতে সময় লেগেছে বেশ কিছুক্ষণ আমার। আমি নিজেও প্রথমে বিশ্বাস করিনি, খবরটি কি আসলেই সত্যি ছিল।
সত্যিই কি আমি ফোর্বসের সেরা ১০০ ডিজিটাল তারকার তালিকায় জায়গা পেয়েছি..!’ একমাত্র বাংলাদেশি হিসেবে ফোর্বসের ডিজিটাল তারকা’র তালিকায় স্থান পাওয়া প্রসঙ্গে আজকের ঝলকের কাছে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করছিলেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি।
উল্লেখ্য, ফেসবুকে প্রায় এক কোটি ফলোয়ার রয়েছে ঢালিউড অভিনেত্রী পরীমণির। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে বেশ সরব।
পরীমণি বলেন, ‘যখন দেখলাম যে নিউজটা আসলেই সত্য, তখন অন্য রকম একটা ভালো লাগা কাজ করেছে আমার মধ্যে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল। মূলত আমাকে যারা ডিজিটাল প্ল্যাটফর্মে ফলো করে তাদের জন্যই আজকের এই স্বীকৃতি। ভাবতেই ভালো লাগছে, আমাকে যে পর্যায়ের বা কাতারের তারকাদের সাথে অনার বা সম্মানিত করা হলো- তারা আমার তথা বিশ্বের সবার কাছেই আইকন। তাদের সঙ্গে ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় আমার নাম আসা খুবই আনন্দের।’
তুষার ইমরান