
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাশনে ফসলি জমিতে ইটভাটা তৈরী করে পরিবেশ দূষণ করে ইট পোড়ানোর দায়ে দুই ইট ভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৮ডিসেম্বর) বিকাল ৫টায় চরকলমী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রিফাত ব্রিক্স ফিল্ডকে পরিবেশ সংরক্ষণ আইনে ১লাখ ৫০হাজার টাকা এবং নীল কোমল ইউনিয়নের বাংলাবাজার এলাকায় আমান ব্রিক্স ফিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র নেয়ার মুচলেখায় ওই ভাটাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ্য করে দেয়া হয়।
ভ্রাম্যমান এ অভিযানে উপস্থিত ছিলেন, ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস সহ প্রমূখ কর্মকর্তা বৃন্দ।