
মোঃ আইয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল পোর্ট থানার পুলিশ অভিযান চালিয়ে ৩টি তাজা বোমা উদ্ধার করেছে। এ সময় বোমা কারিগরেরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয় নাই ।
সোমবার (০৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫ টার সময় বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রাম থেকে বোমা গুলো উদ্ধার করা হয় ।
পুলিশ জানায় তাদের কাছে গোপন একটি খবর আসে কয়েকজন দূষ্কৃতকারী নারায়ণপুর গ্রামের দক্ষিনপাড়ার একটি বাশ বাগানের ভিতরে বোমা তৈরী করছে। এমন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান এর নির্দেশে এসআই রোকনুজজামান সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা ফেলে পালিয়ে যায় দূষ্কৃতকারী।
বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই চমপা।