বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বাবুগঞ্জে স্বপনের নেতৃত্বে আ’লীগের বিক্ষোভ মিছিল
আরিফ হোসেন আরিফ হোসেন
বাবুগঞ্জ প্রতিনিধি

বাবুগঞ্জ প্রতিনিধি॥ কুষ্টিয়ায় রাতের আধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল(ভাস্কর্য) ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা আওয়ামীলীগ, সহযোগী সংগঠনের উদ্যোগে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম খালেদ হোসেন স্বপনের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে ৬ ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহনে উত্তাল হয়ে উঠে বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্তর ।
স্লোগানে স্লোগানে মিছিলটি উপজেলা চত্তর ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা সংসদের সামনে এসে থামে। মুক্তিযোদ্ধা সংসদের সামনে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম খালেদ হোসেন স্বপন, সহ-সভাপতি আব্দুল মন্নান মাষ্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মৃধা মুহাঃ আক্তার উজ জামান মিলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসি, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার করিম হাওলাদার, মুক্তিযোদ্ধা দেলোয়ার রাঢ়ী, আওয়ামীলীগ নেতা শাইনুর ইসলাম সিকদার, জাহাঙ্গীর নগর ইউনিয়ন চেয়ারম্যান তারিকুল ইসলাম, কেদারপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম বেপারি, যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাচানুর রহমান খান,যুবলীগ নেতা রফিকুল ইসলাম,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তাওহীদ হোসেন, চাঁদপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল মোল্লা, রহমতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল আহম্মেদ,সাধারণ সম্পাদক মাষ্টার মোঃ শহিদুর ইসলাম মল্লিক, দেহেরগতি ইউনিয়ন আ’লীগ সভাপতি রশিদ মোল্লা, কেদারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুম মৃধা, মাধবপাশা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ আহম্মেদ স্বপন, ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবু-সুফিয়ান, ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত সোহেল, জহিরুল ইসলাম মুরাদ, ফায়জুল হক, ওবায়দুল হক জুয়েল, ফারুক হোসেন, স্বজল, ইমরান মোল্লা প্রমুখ।
এসময় বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল(ভাস্কর্য) ভাঙচুরের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অস্তিত্ব নিয়ে টানাটনি করলে নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না,দাত ভাঙ্গা জাবাব দিবে”।