শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যসহ দেশের সকল ভাস্কর্যের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০ | আপডেট: ৭:২৫:অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

আজকে হাইকোর্টে রিট করা হয়েছে দেশের সকল ভাস্কর্যের ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের নিরাপত্তা চেয়ে। 

আজকে সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ভাস্কর্যের এই বিষয়টি রিটটি করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহিড়ীর পক্ষে করা এই রিটে আইনজীবী হচ্ছেন নাহিদ সুলতানা যুথি ও এবিএম শাহজাহান আকন্দ মাসুম।

এর আগে সকালে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের কোর্ট থেকে রিট দায়েরের অনুমতি নেন রিটকারীরা। সোমবার (৭ ডিসেম্বর) এই কোর্টেই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।

রিটে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে যে কোন ধরনের নৈরাজ্য ও আইন শৃঙ্খলার অবনতি রোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। সেই সাথে ভাস্কর্য নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে জনসচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নিতেও নির্দেশনা চাওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email