গোমূত্র কতটা উপকারী তা প্রমাণ হয়েছে : বিজেপি নেতা জি এম নিউজ জি এম নিউজ নিউজ এডিটর প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০ | আপডেট: ১১:৩৩:অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০ করোনাভাইরাস ম’হামারী মোকাবেলায় সবাইকে গো’মূত্র পানের আহ্বান জানিয়েছেন ভা’রতের ক্ষমতাসীন দল বি’জেপির এক নেতা। রবিবার ভার’তের কোচবিহারের দিনহাটায় গো’মাতা পূজার পর গোমূত্র পান ক’র্মসূচি পালন করা হয়। ওই কর্ম’সূচিতে গোমূত্র পানে ক্যান্সার’সহ বিভিন্ন জটিল রোগ সেরে যায় ব’লে হাস্যকর দাবিও করেন তারা। কর্মসূচিতে উপ’স্থিত ছিলেন বিজেপির জেলা কৃষাণ মোর্চার সহ সভাপতি জী’বেশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘অনেকে নানা কথা বললেও, গোমূত্র কতটা উ’পকারি তা প্রমাণ হয়ে গেছে। ক্যান্সারের ওষুধ হিসে’বে বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসা প্রতিষ্ঠানে গোমূত্র ব্যবহৃত হচ্ছে। এছাড়াও গো’মূত্র বিভিন্ন রকম রোগ-জীবাণুকে ধ্বংস করে।’ জি-নিউজের প্র’তিবেদনে বলা হয়, রবিবার দিনহাটার সাহেবগঞ্জের খারুভাজ বাজা’রে স্থানীয় বিজেপি গোমাতা পূজার আয়োজন করে। শ্রদ্ধা ও ধুম’ধাম সহকারে হয় পূজা। পূজার পর গোমাতাকে প্রদ’ক্ষিণ করেন বিজেপি নেতারা। এর’পরই গোমূত্র পান কর্মসূচি শুরু করে’ন তারা। এতে নিজেরা গোমূত্র পান করার পাশাপাশি উপ’স্থিত সবাইকে গোমূত্র পানের জ’ন্য আহ্বানও জানান তারা। আরও পড়ুন কোভিড-১৯: যুক্তরাষ্ট্রে টিকা নিয়েছেন এক কোটিরও বেশি মানুষ এক নারীকে বাঁচাতে গিয়ে হামলায় ৩ পুলিশ নিহত