ক্ষমা চাইলেন সাকিব (ভিডিও) জি এম নিউজ জি এম নিউজ নিউজ এডিটর প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০ | আপডেট: ৯:৪২:অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০ কল’কাতায় অনুষ্ঠানে অংশ নে’ওয়ায় কারো অনুভূতিতে আ’ঘাত লাগলে আমি ক্ষ’মাপ্রার্থী। সোমবার (১৬ নভেম্বর) নিজের ই’উটিউব চ্যানেলে এসব কথা ব’লেন বিশ্বসেরা অলরাউন্ডার সা’কিব আল হাসান। সা’কিব বলেছেন, ‘অনেকেই বল’ছে, আমি পূজা উদ্বোধন ক’রেছি। যেটি আমি কখনোই ক’রিনি। সচেতন মু’সলমান হিসেবে আমি এটা ক’রবো না। তারপরও হয়তো ও’খানে যাওয়াটাই আমার ঠিক হ’য়নি। সেটি যদি আপনারা মনে ক’রে থাকেন, তার জন্য আমি আ’ন্তরিকভাবে দুঃখিত। ক্ষমা প্রাপ্তি। আ’মি আশা করবো, আপনারা এটি ক্ষমা সু’ন্দর দৃষ্টিতে দেখবেন। এ’রকম কোনো ঘটনা যে’ন আর না ঘটে সেটিও আ’মরা চেষ্টা করবো।’ গ’ত সপ্তাহে সাকিব কলকাতায় গি’য়ে কালীপূজার অনুষ্ঠান উ’দ্বোধন করেছেন, এমন খব’রের পর ‘মহসিন তালুকদার’ না’মের এক’টি ফে’সবুক আইডি থেকে সাকিবকে হ’ত্যার হুমকি দেয়া হয়। আরও পড়ুন ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ ওয়ানডে ম্যাচ, নতুন তিন মুখ বঙ্গবন্ধু টি-২০’র চ্যাম্পিয়ন খুলনা