
পদ্মাসেতুর ৩৪তম স্প্যান ব’সছে আগামীকাল রবিবার। আজ শনিবার স্প্যা’ন বসানোর কথা থাকলেও বৈ’রি আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি।
আজ দুপুরে ভা’সমান ক্রেনের মাধ্যমে নির্ধারিত পিলারের কাছে স্প্যা’নটিকে নেয়া হলেও আবহাওয়া অনুকূলে না থাকায় স্প্যানটি বসানো যায়নি।
রবিবার স’কাল থেকে আবারও স্প্যান বসানোর কাজ শু’রু হবে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ৭ ও ৮ নম্ব’র পিলারের ওপর স্প্যানটি বসানো হলে দৃ’শ্যমান হবে সেতুর ৫ হাজার ১০০ মি’টার।
সেতুর ৪১টি স্প্যা’নের মধ্যে এরইমধ্যে ৩৩টি বসা’নোর কাজ শেষ হয়ে’ছে। ২০১৪ সালের ডিসে’ম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেতু নির্মাণ ও নদী শাসনের কাজ করছে চীনে’র দুটি প্রতিষ্ঠান। সেতুর দৈঘ্য হবে ৬ দশ’মিক এক পাঁচ কি’লোমিটার।