বর্তমান সময়ে সমাজের বিরূপ ধারণা নিয়ে চলচ্চিত্র ‘কর্তন’

প্রকাশিত: ৪:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০ | আপডেট: ৪:২০:পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০

বর্তমান সময়ে নারী নির্যাতন ও নারীদের প্রতি সমাজের বিরূপ ধারণার প্রতি গুরুত্ব দিয়ে নির্মাতা নাজমুল হুদা নাজীম নির্মাণ করেছেন কর্তন শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অভিনেতা সোহাগ বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রটির সংলাপ ও চিএনাট্য করেছেন সোহাগ বিশ্বাস নিজেই।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে সোহাগ বিশ্বাস জানান, এই প্রথম তিনি খল চরিত্রে অভিনয় করেছেন এবং কাজটি করতে গিয়ে খুব ভালো লেগেছে। পরিচালক নাজমুল হুদা নাজিম খুব যত্নসহ কাজটি করেছে।

টি জি ফিল্মস এর প্রযোজনা নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেশে ও দেশের বাইরে বিভিন্ন ফেস্টিভ্যাল পাঠানো ছাড়াও টিজি ফিল্ময়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ( TG Ananda TV ) দেখা যাবে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তামান্না সরকার, ফিরোজ খান, টিপু আলম, মোতালেব হোসেন, স্বপ্নীল রনো, এ ডি বি তুহিন, রোমিওসহ এক ঝাঁক জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী।

Print Friendly, PDF & Email