শুঁটকির টাকা নিয়ে সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে হত্যা!

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০ | আপডেট: ১০:২৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় শুঁট’কির টাকা নিয়ে সং’ঘর্ষে দুই যুবক নি’হত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জে’লার আশুগঞ্জ উপজে’লার লালপুর ইউনিয়নের লামা বায়েক গ্রামে এ ঘটনা ঘটেছে। নি’হতরা হলেন, ঈশান মিয়া (২০) এবং মনির হোসেন (২৫)।

এ ঘটনার অ’পর দুইজনকে আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতা’লে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পর এলাকায় উত্তে’জনা বিরাজ করছে।

পু’লিশ ও এলাকাবাসী জানায়, শুঁট’কি ব্যবসার পাওনা কোটি টাকা নিয়ে মিজান মিয়ার সাথে একই এলাকার আলী আজমের বিরোধ ছিল। বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যায় মিজান মিয়ার ছে’লে ঈশান তার চাচাত ভাই মনিরকে সঙ্গে নিয়ে আলী আজমের কাছে টাকা চাইতে যায়। এসময় উভ’য় পক্ষের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়।

পরে আলী আজমের লোকজন ঈশান তার চাচাত ভাই মনিরের উপর ধারালো অ’স্ত্র দিয়ে অ’তর্কিত হা’মলা এবং আ’ঘাত করে। এতে ঘটনা স্থলেই ঈশান এবং মনির হোসেন নি’হত হয়। এ ঘটনায় ছু’রিকাঘাতে তফসির এবং রাসেল নামে অ’পর দুই যুবক আ’হত হয়। ঘটনার পর আ’হতদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতা’লে ভর্তি করা হয়েছে। নি’হতদের লা’শ ম’র্গে প্রেরণ করা হয়েছে।

নি’হত ঈশানের চাচা শাহআলম জানান, দীর্ঘ দিন ধরে আলী আজম তার লোকজন মিজানুর রহমানের পাওনা কোটি টাকা নিয়ে নানা তালবাহানা করতে থাকে।

এনিয়ে এলাকায় একাধিক শালিশ দরবারও হয়। তবে কোনো সুরাহা হয়নি। সন্ধ্যায় পাওনাদার মিজানুর রহমানের ছে’লে আমা’র ভাতিজা ঈশান অ’পর ভাতিজা মনিরকে নিয়ে টাকা চাইতে গেলে আলী আজম এবং তার লোকজন পরিক’ল্পিতভাবে তাদের উপর অ’তর্কিত হা’মলা চালায়। এসময় ছু’রি এবং টেঁটার আ’ঘাতে ঘটনা স্থলেই দুইজন নি’হত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থা’না পু’লিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: ইউনুছ আলী জানান, ঘটনার খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আম’রা হাসপাতা’লে এসেছি। আম’রা ঘটনার খোঁজখবর নিচ্ছি। দুইজন নি’হত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ব্যাপারে বিস্তারিত তথ্য নেয়া হচ্ছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতা’লের চিকিৎসক ডা: ফয়েজুর রহমান ফয়েজ জানান, হাসপাতা’লে আসার আগেই ঈশান মিয়া এবং মনির হোসেন নি’হত হয়েছে। নি’হতদের শরীরে বিভিন্ন স্থানে ছুড়ি এবং টেঁটার আ’ঘাত রয়েছে। আ’হত তফসির ও রাসেল এর অবস্থা আশংকাজনক। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নেয়ার পরাম’র্শ দেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email