
আগামী ৩০ সেপ্টেম্বর দুপুরে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রোববার রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মক’র্তা মোহাম্ম’দ আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এদিকে মন্ত্রণালয়ের একজন কর্মক’র্তা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো বাড়বে কি না, সে বিষয়ে সংবাদ সম্মেলনে ঘোষণা দিতে পারেন শিক্ষামন্ত্রী। এছাড়া স্থগিত হয়ে থাকা এইচএসসি পরীক্ষা নিয়েও কথা বলবেন।
গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করো’নাভাই’রাস সংক্রমণের কারণে তা স্থগিত রয়েছে। এছাড়া মহামা’রির কারণে এবার পঞ্চ’ম ও অষ্টমের সমাপনী পরীক্ষা নেবে না সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে এসব শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন করে উপরের শ্রেণিতে তোলার কথা রয়েছে।
উল্লেখ্য, করো’নার প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মা’র্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে।