মাদারীপুরে দুইজনকে কুপিয়ে দেড় লক্ষাধিক টাকা ছিনতাই

নাজমুল হক নাজমুল হক

ব্যাবস্থাপনা সম্পাদক

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০ | আপডেট: ১১:৩০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০

মাদারীপুরে বিকাশ এজেন্টেসহ দুইজনকে কুপিয়ে এক লাখ ৬০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাছচর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো, একই গ্রামের মোতালেব খালাসীর ছেলে কবির খালাসী (৩২) ও এলেম ঢালীর ছেলে ইলিয়াস ঢালী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজৈরের সাধুরব্রীজ এলাকার রাতে দোকান বন্ধ করে বিকাশ এজেন্ট ইলিয়াস মোটরসাইকেলযোগে চালক কবিরকে নিয়ে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি আসলে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা মাছ ধরার জাল দিয়ে মোটরসাইকেলটি আটকে ধরে। পরে ধারালো অস্ত্র দিয়ে দুইজনকে কুপিয়ে নগদ এক লাখ ৬০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় রাতেই দুইজনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (পরিদর্শক) শেখ সাদি জানান, এ ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে। ঘটনাস্থল ও হাসপাতাল দুটি স্থানেই পুলিশ পরির্দশণ করেছে।

জিএম/ নাজমুল

Print Friendly, PDF & Email