গৌতম সাহার কোরিওগ্রাফিতে আনজারা’র ব্রাইডাল ফটোশুট

এ আল মামুন এ আল মামুন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০ | আপডেট: ৭:১৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০

বিনোদন ডেস্কঃ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো প্লাটিনাম বিউটি লাউঞ্জ আনজারা ব্রাইডাল ফটোশুট। আজ রবিবার রাজধানীর রামপুরা, বনশ্রী প্লাটিনাম বিউটি লাউঞ্জ-এ ফটোশুটে অংশ নেয় মডেল সোনিয়া খান, সাথী ও আলভী। জনপ্রিয় কোরিওগ্রাফার গৌতম সাহা’র কোরিওগ্রাফিতে অংশ নেন তারা। ড্রেস আনজারা, জুয়েলারি মাসুদ খান। মেকআপে ছিলেন আফরোজা রেনু।

এদিকে এই ফটোশুটের মাধ্যমে কাজে ফিরলেন ফ্যাশন ডিজাইনার গৌতম সাহা। তিনি দীর্ঘদিন ঘরবন্দী ছিলেন। গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটটি করেন মো. ফাহিম ইসলাম দ্বীপ।

এ প্রসঙ্গে গৌতম সাহা বলেন, ‘অনেক দিন পর কাজ করলাম। কয়েক দিন আগে আমার মা মারা গেছেন। তাই মন ভালো নেই। তারপরও কিছু ভালোবাসার মানুষের টানে কাজটি করতে হয়েছে। অসাধারণ একটি আয়োজন। এই ইভেন্টটি ব্রাইড সাজা যে একটি আর্ট সেটিকে এবং আর্টিস্টদের উদ্বুদ্ধ করবে।’

আয়োজক পক্ষ ম্যানেজিং ডিরেক্টর আফরোজা রেনু বলেন, ‘খুব ছোট পরিসরে সুন্দর একটা আয়োজন করার চেষ্টা করেছি আমরা। এরপর পূজার শুটে বিশেষ আকর্ষণ থাকছে।’ এ বিষয়ে মডেল সোনিয়া খান বলেন, ‘প্লাটিনাম বিউটি লাউঞ্জ বিউটি পার্লারের ফটোশুট করতে কনে সাজতে হয়েছে। কনে সেজে খুব ভালো লেগেছে।’

Print Friendly, PDF & Email